রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪৮

ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৪, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা। সোমবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ক্রমাগত লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করছে লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েলি বিমান হামলায় প্রাথমিকভাবে দুইজন নিহত হন। এর জবাবে হিজবুল্লাহ পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এরপর ইসরায়েল সিরিজ বিমান হামলা চালায়, যাতে নয়জন প্রাণ হারান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে যুদ্ধবিরতি কার্যত ভেস্তে যাওয়ার পথে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, ইসরায়েল লেবাননজুড়ে বিমান হামলা, বেসামরিকদের ওপর গুলি, এবং আকাশসীমায় ড্রোন ও জেট পরিচালনার মাধ্যমে যুদ্ধবিরতি ভেঙেছে।

লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে জেলায় ইসরায়েলি রকেট হামলায় তাদের অফিসার মাহদি খেরিস নিহত হয়েছেন।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১.webp

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ