মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৮:২৪

ভুয়া অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী প্রচারণা, শেখ হাসিনার পক্ষে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

প্রতিবেদক
staffreporter
জুন ২১, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
ভুয়া অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী প্রচারণা, শেখ হাসিনার পক্ষে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

ভুয়া অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী প্রচারণা, শেখ হাসিনার পক্ষে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

‘তামান্না আক্তার ইয়েসমান’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সমর্থন করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার সিএ প্রেস উইংয়ের ফ্যাক্ট ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

প্রেস উইংয়ের তথ্যমতে, ‘তামান্না আক্তার ইয়েসমান’ নামে পরিচালিত অ্যাকাউন্টটি মূলত একটি ভুয়া পরিচয়ে পরিচালিত হচ্ছে। এতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র সচিব রীম আল-হাশিমির ছবি ও ভিডিও চুরি করে ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রোফাইলটি একটি আন্তর্জাতিক প্রভাবশালী নারী নেতার বলে মনে হয়।

বিবৃতিতে জানানো হয়, এই ফেসবুক প্রোফাইলটি ২০২৩ সালের ২৪ নভেম্বর তৈরি করা হয়েছে এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। মাত্র সাত মাসে এর ফলোয়ার সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। মেটাডেটা বিশ্লেষণেও এই বিষয়গুলো নিশ্চিত হয়েছে।

এই অ্যাকাউন্ট থেকে একাধিক বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছে—

  • রূপপুর প্রকল্পে অর্থ আত্মসাৎ মামলায় শেখ হাসিনাসহ ৩৩৪ জনকে সুইজারল্যান্ড ও অন্যান্য দেশের আদালত ‘ক্ষমা’ করেছে বলে মিথ্যা দাবি
  • ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনের ওপর নিষেধাজ্ঞা আসছে বলে ভিত্তিহীন প্রচার
  • আয়ারল্যান্ড বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে বলে দাবি
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. মুহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন— এমন ভুয়া সংলাপ

প্রেস উইং এসব দাবিকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” আখ্যা দিয়ে বলেছে, এসব বিষয়ে কোনো আন্তর্জাতিক বা দেশীয় আদালতের রায় হয়নি, কোনো নিষেধাজ্ঞাও আরোপ হয়নি, এবং আয়ারল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কও বাতিল করেনি। তারা আরও জানিয়েছে, এসব তথ্য সত্য হলে তা গণমাধ্যমে প্রকাশিত হতো, কিন্তু তেমন কিছু হয়নি।

বিশ্লেষণে আরও দেখা গেছে, অ্যাকাউন্টটির চলতি জুন মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে করা ১০৩টি পোস্টের মধ্যে ৮৩টিতে রীম আল-হাশিমির ছবি, ১৮টিতে শেখ হাসিনার প্রশংসা, এবং মাত্র ৬টিতে ড. ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রেস উইং বলছে, এই প্রোফাইল এবং এর পোস্টগুলো স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে সমর্থনকারী হিসেবে উপস্থাপন করতে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। বিবৃতিতে জনগণকে এমন ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন ফিচার ‘সার্কেল টু সার্চ’

ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড, জরিমানা ৫ হাজার টাকা

দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

দুর্বল পাসওয়ার্ড নিজেই বদলে দেবে গুগল ক্রোম

সৌদিতে দাঁতের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদিতে দাঁতের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

"আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে"

“আ.লীগ স্বাধীনতা তো দূরের কথা, স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে”

ঈদ ছুটিতেও চালু থাকবে দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

ঈদ ছুটিতেও চালু থাকবে দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

সিরিয়া ভূখণ্ড ছেড়ে যাবে না ইসরাইল, জাতিসংঘের নিন্দা

যুদ্ধের হুমকি দিলে ভারতকে নজিরবিহীন জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

যুদ্ধের হুমকি দিলে ভারতকে নজিরবিহীন জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ, আবেদন চলছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে হেড অব কার্ড বিজনেস পদে নিয়োগ, আবেদন চলছে

ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তীতে গিনেস রেকর্ড অর্জন

ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তীতে গিনেস রেকর্ড অর্জন