বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫| রাত ১০:৩১

“ভিতরে ভিতরে আমরা সবাই ভীতু”—সরাসরি কথা বললেন অভিষেক বচ্চন

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
“ভিতরে ভিতরে আমরা সবাই ভীতু”—সরাসরি কথা বললেন অভিষেক বচ্চন

“ভিতরে ভিতরে আমরা সবাই ভীতু”—সরাসরি কথা বললেন অভিষেক বচ্চন

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড তারকা অভিষেক বচ্চনকে বারবার তুলনা করা হয়েছে তার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে। প্রশংসার চেয়ে বেশি কটাক্ষ, ব্যঙ্গ ও তির্যক মন্তব্যই তাকে ঘিরে এসেছে। এসব নেতিবাচক প্রতিক্রিয়া তার মনেও প্রভাব ফেলেছিল—সম্প্রতি এক সাক্ষাৎকারে সৎ ও অকপট ভাষায় সে কথাই তুলে ধরেছেন অভিনেতা।

অভিষেক বলেন, তিনি প্রায়ই ভাবতেন, কেন তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনা হয়। এমনও হয়েছে, কেউ তাকে সামনে থেকেও চিনতে পারেননি, বা চিনলেও তেমন আগ্রহ দেখাননি। তিনি স্মৃতিচারণ করে বলেন, “একবার একটি হোটেলের লবিতে ঢুকছিলাম, ভাবলাম কেউ হয়তো এসে ছবি তুলবে, স্বাক্ষর চাইবে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। একজন তারকা হিসেবে যেটা আমি আশা করেছিলাম, সেটাই ঘটেনি। তবে সেই ঘটনা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি।”

এই পরিবর্তনের সময়টি ছিল তার সিনেমা ‘ধূম’ মুক্তির পরপরই। তখন থেকেই নিজেকে প্রমাণ করার দায়বোধ আরও বেড়ে যায়। তিনি বলেন, ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্যের পথ তৈরি হয়, এবং সেই বিশ্বাসই তাকে ধরে রেখেছে।

অভিনেতাদের মানসিকতা প্রসঙ্গে অভিষেক বলেন, “আমরা ভেতরে ভেতরে খুব দুর্বল। বাইরে থেকে মানুষ আমাদের অনেক শক্তিশালী ভাবে। কিন্তু আমরা আসলে মানুষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকি—ভীতু শিশুদের মতো।”

নিজের আদর্শ নিয়ে তিনি বলেন, “সবাইকে খুশি করতে পারব না। ভালো লাগলে পাশে থাকুন, না হলে কেটে পড়ুন। আমি আদর্শ বিসর্জন দিতে পারব না। যে দিন নিজেকে উন্নত করতে চাইব না, সে দিনই অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে।”

অভিষেক বচ্চনের এই বক্তব্য তার ব্যক্তিত্ব ও মানসিকতার একটি সংবেদনশীল ও বাস্তব প্রতিচ্ছবি। নিজেকে নিয়ে বারবার প্রশ্ন করা, ব্যর্থতা মেনে নেওয়া এবং মানুষের ভালোবাসার জন্য অপেক্ষা করার মতো অনুভূতিই একজন শিল্পীকে আরও মানবিক করে তোলে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি