ভিকি কৌশল অভিনীত নতুন বলিউড সিনেমা ‘ছাবা’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। ছবিতে মরাঠা বীর ছত্রপতি সম্ভাজির চরিত্রে দেখা যাবে তাকে। মুক্তির আগে প্রচারের ময়দানে বেশ সক্রিয় ছিলেন অভিনেতা, তবে এরই মধ্যে মহাকুম্ভে যোগ দিতে পৌঁছে যান তিনি।
বৃহস্পতিবার ‘ছাবা’র প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে মহাকুম্ভে যান ভিকি। কালো শার্ট ও রোদচশমা পরিহিত নায়ক সেখানে জানান, বহুদিন ধরে মহাকুম্ভে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন এবং নিজেকে ভাগ্যবান মনে করছেন।
শুক্রবার ছবির ব্লকবাস্টার সাফল্যের মানত নিয়ে আবারও মহাকুম্ভে যান তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পুণ্যস্নান করেই মুম্বাই ফিরবেন নায়ক।
সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গেও স্বর্ণমন্দিরে গিয়েছিলেন ভিকি। ছবিতে যেশুবাঈ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা, যিনি ছত্রপতি সম্ভাজির স্ত্রী। বুধবার তারা সিদ্ধি বিনায়ক মন্দিরেও পূজা দেন।
ইতোমধ্যে ‘ছাবা’র ট্রেলার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। ছবির জন্য ভিকি দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন—ওজন বাড়ানো থেকে শুরু করে হাতি ও ঘোড়ায় চড়া শেখা পর্যন্ত নানা অনুশীলন করেছেন প্রায় ছয় মাস ধরে। এমনকি শুটিং চলাকালীন নানা প্রতিকূলতার মুখেও পড়তে হয়েছে তাকে।