ভারত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতার ওপর জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর জন্য একটি স্থিতিশীল ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার সুযোগ খুঁজে বের করা জরুরি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের এক অধিবেশনে তিনি এসব কথা বলেন। ‘মেরিটাইম সাপ্লাই চেইন শক্তিশালীকরণ: বাধা অতিক্রম এবং স্থিতিশীলতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় তিনি উল্লেখ করেন যে, ভারত মহাসাগরজুড়ে অংশীদারিত্ব জোরদার এবং উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি বলেন, “আমাদের সামুদ্রিক সংযোগ সহজতর করতে হবে এবং বাণিজ্য বাধা কমাতে হবে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পানি সহযোগিতা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ সামুদ্রিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়।”
তৌহিদ হোসেন আরও বলেন, “মূল সামুদ্রিক রুটে দুর্বলতার কারণে বৈশ্বিক অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ঝুঁকির মধ্যে রয়েছে। জলদস্যুতা, মানবপাচার, অবৈধ অস্ত্র ব্যবসা এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার মতো সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি বন্দর সংকট, সাইবার আক্রমণ, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রশাসনিক জটিলতাগুলোর কারণেও মেরিটাইম সাপ্লাই চেইন ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন। এছাড়া, ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিশেষ করে সমুদ্রযাত্রীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।”