ভারতীয় মুদ্রা রুপির অব্যাহত দরপতনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতি ডলারের বিপরীতে রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়—৮৭ দশমিক ৫৭ রুপি। যদিও পরে কিছুটা বৃদ্ধি পেয়ে তা ৮৭ দশমিক ৫৩ রুপিতে স্থিতিশীল হয়।
সোমবার প্রথমবারের মতো রুপির দর ৮৭-এর ঘর পার হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে পতন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে রুপির মান একবারে ৬৭ পয়সা ও পরে ৩৯ পয়সা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বাণিজ্য নীতি ও বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই রুপির এ দরপতন ঘটছে।
ভারতের অর্থসচিব তুহিন কান্ত পাণ্ডে অবশ্য আশ্বস্ত করেছেন যে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি জানিয়েছেন, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে ক্রমাগত বিনিয়োগ প্রত্যাহার করায় ডলারের চাহিদা বেড়েছে, যার ফলে রুপির মান কমেছে।
আরবিআইয়ের সাবেক গভর্নর রঘুরাম রাজনও রুপির দরপতনকে স্বাভাবিক বলেই উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, শুধু রুপিই নয়, ইউরোসহ অন্যান্য উন্নয়নশীল দেশের মুদ্রাও ডলারের বিপরীতে দুর্বল হয়েছে। বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে সোনার দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৮৭০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।