পাকিস্তানকে সন্ত্রাসবাদের ‘এপিসেন্টার’ বলায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা অভিযোগ করেছে, ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের সেনাপ্রধান বলেন, জম্মু ও কাশ্মিরে অস্থিরতা উসকে দিচ্ছে পাকিস্তান এবং সেখানে নিহত জঙ্গিদের ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক। এ বক্তব্যের জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সেনাবাহিনীর এমন বক্তব্য তাদের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা।
আইএসপিআর আরও বলেছে, “পাকিস্তানকে দোষারোপ করে ভারত কাশ্মিরে তাদের নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়াতে পারবে না। কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত, কিন্তু ভারত তা চূর্ণ করতে চায়। ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক এবং সেনাবাহিনীতে রাজনীতির উপস্থিতি স্পষ্ট করে তোলে।”
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বর্তমান সেনাপ্রধানের কাশ্মিরে দায়িত্ব পালনকালে সবচেয়ে বেশি দমন-পীড়ন হয়েছে। এছাড়া তারা অভিযোগ করেছে, এক ভারতীয় সামরিক কর্মকর্তা পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় আটক হয়েছেন, যা ভারতের সন্ত্রাসে মদদ দেওয়ার প্রকৃত চিত্র তুলে ধরে।
এই পরিস্থিতি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী কাশ্মির সংকটের উত্তেজনা আরও বাড়িয়েছে। ভারতের পক্ষ থেকে এখনো এই সমালোচনার সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।