বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে এ আহ্বান জানান।
‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে রিজভী ভারতীয় পণ্য বর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “যারা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করে, তাদের পণ্য কেনার কোনো প্রয়োজন নেই। আমাদের মা-বোনেরা আর ভারতীয় শাড়ি, সাবান বা টুথপেস্ট কিনবে না। বাংলাদেশ স্বনির্ভর, আমাদের ভারতীয় পণ্যের ওপর নির্ভর করতে হবে না।”
এর আগে ২৭ মার্চ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী ভারতীয় পণ্য বর্জনের প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজের কাশ্মীরি শাল পুড়িয়ে দেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে রিজভী বলেন, “ভারত আমাদের ওপর নানা অপপ্রচার চালাচ্ছে এবং উসকানি দিচ্ছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং এসব ষড়যন্ত্রে পা দেবে না।”
অনুষ্ঠানে বিএনপির অন্য নেতারা ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, ও স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম।