মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:৪২

ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে পাকিস্তান, ‘সামরিক ও অর্থনৈতিকভাবে উড়ছে দেশ’ বললেন শেহবাজ শরিফ

প্রতিবেদক
staffreporter
জুন ১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে পাকিস্তান, ‘সামরিক ও অর্থনৈতিকভাবে উড়ছে দেশ’ বললেন শেহবাজ শরিফ

ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানে পাকিস্তান, ‘সামরিক ও অর্থনৈতিকভাবে উড়ছে দেশ’ বললেন শেহবাজ শরিফ

সামরিক ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে পাকিস্তান এখন ‘উড়ছে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “আমাদের শত্রুদের আমরা পরাজিত করেছি, যাদের বিরুদ্ধে জয় অনেকের চোখেই ছিল কল্পনার বাইরে।” পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এলো যখন সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে ওঠে। ভারতের দাবি, ওই প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ পেশ করেনি তারা। এ ঘটনার পর মে মাসের শুরুতে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়, যাতে বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটে। এর জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ভারতের অভ্যন্তরে নানা লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এই হামলা-পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

শেহবাজ বলেন, পাকিস্তান এখন ‘উড়ছে’, কারণ একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারের অর্থনৈতিক অগ্রগতি দেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর প্রতিরোধে ভারত বিস্মিত ও স্তম্ভিত হয়েছে। “অপারেশন বুনিয়ানুম মারসুস” শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিয়েছে এবং ভারতের “সামরিক শ্রেষ্ঠত্বের মিথ” ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে হুমকি এখন শুধু সামরিক নয়, বরং এটি রূপ নিয়েছে সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপ, ভুয়া প্রচার এবং হাইব্রিড যুদ্ধের মতো বহুস্তরীয় রূপে। তবে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান কেবল উপযুক্ত জবাবই দেয়নি, বরং কৌশলগতভাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে যা ভারতকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।

বক্তৃতায় শেহবাজ ভারতের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণাকে ‘লাল রেখা’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান ভারতের ঔদ্ধত্য কোনোদিন সহ্য করবে না। তাঁর ভাষায়, “আমরা আত্মমর্যাদায় বিশ্বাসী। যে কেউ আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার চেষ্টা করবে, তাকে কঠিন জবাব দেওয়া হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

আবুল খায়ের গ্রুপে শোরুম ইনচার্জ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবুল খায়ের গ্রুপে শোরুম ইনচার্জ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি জোরদার, ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ

কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি জোরদার, ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ

অটোয়া চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে ইউক্রেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারে আহ্বান জেলেনস্কির

অটোয়া চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে ইউক্রেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারে আহ্বান জেলেনস্কির

ইতিহাসের এই দিনে (৩০ জুন, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৪ জুন, ২০২৫)

মাহিন্দ্রার নতুন ব্ল্যাক এসইউভি: স্করপিও এন কার্বন

মাহিন্দ্রার নতুন ব্ল্যাক এসইউভি: স্করপিও এন কার্বন

ব্যাংক

আজকের মূদ্রার হার (২৯ নভেম্বর, ২০২৪)

আজকের নামাজের সময়সূচি (৩০ জুন, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (৩০ জুন, ২০২৫)

বিইআরসি পুনর্গঠনের দাবি ক্যাবের, উচ্চ আদালতে যাওয়ার হুমকি

বিইআরসি পুনর্গঠনের দাবি ক্যাবের, উচ্চ আদালতে যাওয়ার হুমকি

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার বাড়বাড়ন্ত, ২০২৫ সালের প্রথম সাড়ে পাঁচ মাসে ২৮৪টি হামলা

খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার বাড়বাড়ন্ত, ২০২৫ সালের প্রথম সাড়ে পাঁচ মাসে ২৮৪টি হামলা