ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক নীতি-বিষয়ক সাময়িকী ‘ইন্ডিয়া’স ওয়ার্ল্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, ভারতের অনেক পুরোনো সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গেছে। সীমানা চ্যালেঞ্জসহ গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের বিষয়টি রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না।’’
বিশ্ব রাজনীতির বহুমেরুকরণ সম্পর্কে তিনি বলেন, ‘‘বিশ্ব এখন আর দ্বিমেরু বিশিষ্ট বা এককেন্দ্রিক নেই। তাই ভারতেরও নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’’
জয়শঙ্কর আরও বলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলোর কাছ থেকে মূল্যবান পাঠ নেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি বিশ্বায়নের তীব্রতা এবং প্রযুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
তিনি বলেন, ‘‘গত দুই দশকে বিশ্বায়নের প্রভাব এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বেড়েছে। প্রযুক্তি, মূলধন, সর্বোত্তম অনুশীলন এবং বিনিয়োগ—এসব বিষয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’’
পররাষ্ট্রনীতির অংশ হিসেবে প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘এটি জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য।’’