ভারতের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, মোদির ওপর ক্ষুব্ধ ভারতীয়রা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় নাগরিকরা। নরেন্দ্র মোদির সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে তুলোধোনা করছেন ভারতীয়রা।
ভারত দীর্ঘদিন ধরে আমেরিকার পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করে আসছিল। এবার ট্রাম্পও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের ওপর ২৯ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। একই ধরনের শুল্ক বসানো হচ্ছে ব্রাজিলের ওপরও। তবে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
সুইডিশ অধ্যাপক ও ভারতীয় বংশোদ্ভূত অশোক সোয়াইন ট্রাম্প-মোদি সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “মোদি ট্রাম্পকে সম্মান জানাতে গিয়েছিলেন, আর বিনিময়ে পেলেন বাড়তি শুল্ক ও চাপিয়ে দেওয়া চুক্তি!” তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প মোদিকে রাশিয়ার তুলনায় বেশি দামে মার্কিন তেল কিনতে বাধ্য করেছেন, ফ্রান্সের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনতে বাধ্য করেছেন এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নিতে চাপ দিয়েছেন।
শুল্ক আরোপের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির সমালোচনা শুরু হয়। এক ভারতীয় নাগরিক দীপ্তি শর্মা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আমাদের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতেও কেউ আসেনি! ট্রাম্পের এই অবহেলা আমাদের জাতীয় অসম্মান।”
এদিকে, ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপে ভারতীয় ব্যবসায়ী মহলেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদির কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারতীয় অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে। অভিবাসন ইস্যু নিয়েও ভারতের তরফ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, যা দেশটির নাগরিকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে ভারত-মার্কিন সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি হতে পারে, যা মোদির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।