রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:১১

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গার ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি দিতে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন। রোববার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

সকাল থেকেই বিভিন্ন খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন, এবং মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা। স্লোগানগুলোতে ভারতবিরোধী মনোভাব প্রকাশ পায়।

এ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও অবস্থান নেন।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সমাবেশ পরিচালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এই পদযাত্রায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্দেশ্য ছিল ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত