ভারতকে বুঝতে হবে, এটি শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটি স্বাধীন, সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল একটি বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকারের ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ, বলে তিনি জানিয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
আসিফ নজরুল উল্লেখ করেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও সহকারী হাইকমিশন তছনছ করেছে। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ভারতীয় সরকারের দায়িত্বহীনতার উদাহরণ।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার সরকার বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য ভারত-তোষণ নীতিতে বিশ্বাসী ছিল, তবে বর্তমান বাংলাদেশ এ ধরনের নীতিতে নয় বরং সমানাধিকারের ভিত্তিতে বন্ধুত্বে বিশ্বাসী।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও নিন্দা জানিয়ে আসিফ নজরুল লেখেন, ভারতের সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর যে নির্যাতন চলে, তার জন্য বরং ভারতের লজ্জিত হওয়া উচিত।
শেষে তিনি লেখেন, আগরতলার ঘটনার জন্য ভারতের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া এবং বাংলাদেশের প্রতি সম্মান দেখানো।