মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:২৩

ভারতকে “বাস্তবে ফেরার” আহ্বান পাকিস্তানি সেনা মুখপাত্রের, পাল্টা হামলায় হুঁশিয়ারি

প্রতিবেদক
staffreporter
মে ৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
ভারতকে "বাস্তবে ফেরার" আহ্বান পাকিস্তানি সেনা মুখপাত্রের, পাল্টা হামলায় হুঁশিয়ারি

ভারতকে “বাস্তবে ফেরার” আহ্বান পাকিস্তানি সেনা মুখপাত্রের, পাল্টা হামলায় হুঁশিয়ারি

পাক-ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারত সরকারের আচরণকে কটাক্ষ করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, “ভারত সরকার যেন সিনেমা জগত থেকে বাস্তবে ফিরে আসে।” শুক্রবার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন, যেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও উপস্থিত ছিলেন।

জেনারেল আহমেদ শরিফ ভারতের সাম্প্রতিক দাবি—যাতে বলা হয়েছে পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে—তাকে “ফ্যান্টম ডিফেন্স” বা “ভৌতিক প্রতিরক্ষা” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মানায় কেবল মঞ্চ বা সিনেমা হলে।” তার ভাষায়, “ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে?”

পাক সেনাবাহিনীর আইএসপিআর-এর মহাপরিচালক আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পাকিস্তান যদি ভারতে পাল্টা হামলা চালায়, তা হলে সেজন্য কোনও ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না—সারা বিশ্ব তা টের পাবে।” তিনি বলেন, “যখন পাকিস্তান জবাব দেবে, সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। তখন ভারতীয় মিডিয়ার কাছে গিয়ে খোঁজ নিতে হবে না।”

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই দাবি সরাসরি অস্বীকার করে জেনারেল আহমেদ শরিফ বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।” ভারতের প্রকাশিত ছবি ও ভিডিও নিয়েও তিনি কটাক্ষ করেন—“যেসব শুকনো জমির ছবি দেখানো হয়েছে, সেখানে অন্তত কিছু আগুন তো দেওয়া যেত! যা দেখানো হয়েছে, তা কেবল ফাঁকা মাঠ।”

তিনি এও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় সতর্ক এবং প্রস্তুত রয়েছে। ভারতের যেকোনো আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও তিনি দৃঢ়ভাবে জানান।

এই উত্তপ্ত অবস্থায় পাকিস্তানের এই কড়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে ভারত এখন পর্যন্ত পাকিস্তানের পাল্টা হামলার দাবি বা নিজ দেশীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিষয়টি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানিয়েছে, এই সংঘাতে তারা কোনও পক্ষ নিচ্ছে না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (২৯ জুন, ২০২৫)

আজকের মুদ্রার হার (২৭ ফেব্রুয়ারি, ২০২৫)

আইন-শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার তৈরির নির্দেশ

পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

আজকের খেলা: ৩০ জুন, ২০২৫

আজকের খেলা: ২০ জানুয়ারি, ২০২৫

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান, গুরুত্বপূর্ণ শুনানি আল-কাদির মামলায়

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান, গুরুত্বপূর্ণ শুনানি আল-কাদির মামলায়

দিল্লির ভোটের উত্তাপ: কেজরিওয়ালের হ্যাটট্রিক নাকি বিজেপির প্রত্যাবর্তন?

দিল্লির ভোটের উত্তাপ: কেজরিওয়ালের হ্যাটট্রিক নাকি বিজেপির প্রত্যাবর্তন?

বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে

বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, আহত ২৭৮; মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২, আহত ২৭৮; মোট প্রাণহানি ছাড়াল ৫৪ হাজার

নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন, ফেব্রুয়ারির প্রস্তাবে একমত প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক

সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ

সংসদে আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ