রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪২

ভাইরোলজি বিভাগের শিক্ষককে প্রণোদনা ভাতা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

ভাইরোলজি বিভাগের শিক্ষককে প্রণোদনা ভাতা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্ট হিসেবে ভাইরোলজি বিভাগের শিক্ষকদের জন্য প্রণোদনা ভাতা প্রদান করবে। ২৯ নভেম্বর, সোমবার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা-১) উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসিক সাবজেক্ট হিসেবে ভাইরোলজি বিষয়ে পাঠদানরত শিক্ষকদের মাসিক প্রণোদনা ভাতা দেওয়া হবে, তবে শর্ত হল তারা নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দাখিল করতে হবে।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ভাইরোলজি বিভাগের শিক্ষকরা এই ভাতা পাবেন। এর আগে ২০২০ সালে চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্ট হিসেবে নয়টি বিভাগের শিক্ষকদের প্রণোদনা ভাতার আওতায় আনা হয়েছিল। বিভাগগুলো ছিল—অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং অ্যানেসথেসিওলজি। এবার এই তালিকায় নতুন করে ভাইরোলজি বিভাগ অন্তর্ভুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রণোদনা ভাতা নির্ধারণের জন্য ২০১৯ সালের ১৮ আগস্ট অর্থ বিভাগের স্মারক অনুসরণ করা হয়েছে। ফলে, নবম গ্রেডে ১০ হাজার টাকা, অষ্টম গ্রেডে ১১ হাজার, সপ্তম গ্রেডে ১৩ হাজার, ষষ্ঠ গ্রেডে ১৫ হাজার, পঞ্চম গ্রেডে ১৬ হাজার, চতুর্থ গ্রেডে ১৮ হাজার এবং তৃতীয় গ্রেডে ২০ হাজার টাকা মাসিক প্রণোদনা ভাতা নির্ধারণ করা হয়েছে।

তবে, এই ভাতার জন্য শিক্ষকরা দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন দাখিল করতে হবে। যদি কোনো শিক্ষক প্র্যাকটিসিংয়ের সাথে জড়িত হন, তবে তিনি এই ভাতার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এছাড়া, এই ভাতা প্রদানের জন্য নির্ধারিত আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, এবং এর আওতায় শিক্ষকদের প্রণোদনা ভাতা প্রদান শুরু হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ