অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন। বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। তবে সম্প্রীতির সঙ্গে ভয়মুক্ত থাকার ওপরও জোর দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ অন্য কারও প্রতি ভীত থাকবে না। আমরা ভীত নাগরিক নই; বরং আমরা নির্ভীক নাগরিক।"
তিনি বলেন, "ক্রোধ ও ভয় থেকে মুক্ত একটি সহনশীল দেশ গড়ার চেষ্টা করা হচ্ছে। এ দেশ হবে এমন যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা সহজেই সমাধান করা যাবে।" ড. ইউনূস আরও বলেন, "একটি সফল বাংলাদেশ গড়তে আল্লাহ আমাদের স্বপ্ন দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
প্রধান উপদেষ্টা সতর্ক করেন, দেশের অভ্যন্তরে ও বাইরে উসকানির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, "একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, যারা এখনো নিষ্ক্রিয় নয়। তারা দেশে-বিদেশে উসকানি দিচ্ছে।"
তিনি ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যেকোনো ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ করা এবং তা সরকারের কাছে পৌঁছে দেওয়া জরুরি। তথ্য সরবরাহকারীদের সুরক্ষার বিষয়েও আমাদের মনোযোগ দিতে হবে।"
ড. ইউনূস বলেন, "সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দোষীদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রতিকার নিশ্চিত এবং এ ধরনের ঘটনা রোধে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হবে।"
তিনি বলেন, "বাংলাদেশ বারবার উসকানির শিকার হয়েছে। তাই জনগণকে শিখতে হবে, কীভাবে এসব মোকাবিলা করা যায়।" প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ও ঐক্যবদ্ধ থেকে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।