রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:৫৪

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৪ ৩:২৮ পূর্বাহ্ণ

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

তাসকিন আহমেদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের বদৌলতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দিলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। তবে জয়ের কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি বাংলাদেশ। উল্টো বড় হারের পথে রয়েছে দলটি।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৭ উইকেটে মাত্র ১০৯ রান। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের দরকার মাত্র তিন উইকেট। ১৫ রানে অপরাজিত আছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট তুলে নেন, আর একটি উইকেট শিকার করেন আলজারি জোসেফ।

এর আগে চতুর্থ দিনে বোলাররা বাংলাদেশের জন্য ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিলেন। নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেওয়ার পরিকল্পনা সফল হয়। তাসকিন আহমেদ এই দিনটি নিজের করে নেন, তুলে নেন ৬ উইকেট। তবে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় কঠিন।

৩৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একের পর এক ব্যর্থতায় ডুবে যায়। ধৈর্যের পরীক্ষায় কেউই সফল হতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে হতাশার আরেকটি দিন যোগ হয় দলের স্কোরকার্ডে।

আজ পঞ্চম দিনে অসম্ভব এক লক্ষ্য নিয়ে মাঠে নামবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ