ব্যাংক খাতে সুশাসনের উদ্যোগ, তবে সব ব্যাংক টিকবে না: গভর্নর আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকগুলোকে রক্ষা করার চেষ্টা চলছে, তবে সব ব্যাংক টিকতে পারবে না। কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে, তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম। কারণ কোনো কোনো ব্যাংকের আমানতের ৮৭ শতাংশ একটি পরিবারকে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর’ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার পরিকল্পনা আপাতত নেই। বরং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মগুলোর মধ্যে আন্তঃলেনদেনের সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এছাড়া, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এমন নীতিমালা তৈরির কথাও জানান গভর্নর। তিনি বলেন, এফআইডি চাইলে বিমা খাতে ভূমিকা রাখতে পারে, তবে ব্যাংক ব্যবস্থায় নয়।
4o