সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:০৬

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াত আমিরের দৃঢ় অঙ্গীকার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াত আমিরের দৃঢ় অঙ্গীকার

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াত আমিরের দৃঢ় অঙ্গীকার

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের সহযোগিতা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ দেশকে আমরা এমন এক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না বিভেদ-বিচ্ছেদ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে চাই এক সমৃদ্ধ সমাজ, যেখানে ন্যায়বিচার ও কল্যাণের শাসন প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি বাইপাস চত্বরে জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে তিনি বলেন, দেশের জনগণ যদি আমাদের প্রতি আস্থা রেখে সার্বিক সহযোগিতা করে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে সত্যিকারের কোরআনের বাংলাদেশ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকে বারবার এই দেশের জনগণ প্রতারণার শিকার হয়েছে। ন্যায়বিচারের বদলে তারা পেয়েছে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন। তিনি দাবি করেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত সরকারই একমাত্র পথ। জামায়াত ইসলামীর লক্ষ্যই হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির ও ৩নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা, সোনাইমুড়ি পৌরসভা আমির মাওলানা আব্দুল মতিনসহ আরও অনেকে।

পথসভায় জামায়াতের আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, নেতাকর্মীরা হাত নেড়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সোনাইমুড়ির বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে এই পথসভায় যোগ দেন, যা গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
বিপিএল সিলেট পর্ব: রংপুরের আধিপত্য, ঢাকার ইতিহাস গড়া জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হলো রংপুর রাইডার্সের দুর্দান্ত পারফরম্যান্স এবং ঢাকার প্রথম জয়ের রেকর্ড দিয়ে। সাত ম্যাচে সাত জয় নিয়ে রংপুর এখন শীর্ষে, যেখানে নুরুল হাসান সোহানের দল প্লে-অফে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, ছয় ম্যাচ পর অবশেষে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকার রেকর্ড জয় ঢাকা ক্যাপিটালসের টানা ছয় ম্যাচের ব্যর্থতার বৃত্ত ভেঙেছে লিটন দাস ও জুনিয়র তামিমের অসাধারণ পারফরম্যান্স। রাজশাহীর বিপক্ষে তারা ১৪৯ রানের জয় তুলে নিয়েছে, যা বিপিএলের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে) দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট রংপুর রাইডার্স ৭ ৭ ০ ১৪ +১.৫৪২ চিটাগং কিংস ৪ ৩ ১ ৬ +১.৩২৩ ফরচুন বরিশাল ৫ ৩ ২ ৬ +০.৮৩৮ খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪ +০.১৩০ সিলেট স্ট্রাইকার্স ৬ ২ ৪ ৪ –১.২৫৪ দুর্বার রাজশাহী ৬ ২ ৪ ৪ –২.১১৭ ঢাকা ক্যাপিটালস ৭ ১ ৬ ২ –০.০৯৭ রংপুরের শীর্ষস্থান ও অন্য দলের অবস্থান রংপুর রাইডার্সের ধারাবাহিক সাফল্য বিপিএলে তাদের আধিপত্যকে শক্তিশালী করেছে। চিটাগং কিংস চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে, নেট রান রেটে এগিয়ে। ফরচুন বরিশাল সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী ছয় ম্যাচে সমান ৪ পয়েন্ট পেলেও নেট রান রেটের ভিত্তিতে পাঁচ ও ছয়ে রয়েছে। ম্যাচ সমান নয় সব দল এখনো সমান ম্যাচ খেলেনি। রংপুর ও ঢাকা ৭টি করে ম্যাচ খেললেও চিটাগং কিংস খেলেছে মাত্র ৪টি। ফলে পয়েন্ট তালিকার চিত্র বদলানোর সুযোগ এখনো রয়েছে। সিলেট পর্বের সারাংশ সিলেট পর্বে একমাত্র জয়শূন্য দল ছিল খুলনা টাইগার্স। রংপুর ও চিটাগং কিংস এই পর্বে অপরাজিত থেকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এখন বিপিএল ছুটছে চট্টগ্রামের পথে, যেখানে নতুন উত্তেজনা ও প্রতিযোগিতা দর্শকদের উপভোগ্য করে তুলবে।

বিপিএল সিলেট পর্ব: রংপুরের আধিপত্য, ঢাকার ইতিহাস গড়া জয়

পাঁচ ইসরাইলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের

শাহবাগে লোকজন জড়ো করার চেষ্টা, আরেক সংগঠক গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, সুরক্ষা ও জবাবদিহি চায় ইউনিসেফ

জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, সুরক্ষা ও জবাবদিহি চায় ইউনিসেফ

স্মার্টফোনের স্টোরেজ খালি করার ৬টি কার্যকর কৌশল

স্মার্টফোনের স্টোরেজ খালি করার ৬টি কার্যকর কৌশল

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের বিভিন্ন অংশে বিমান হামলা

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় – তারেক রহমান