বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশে আগত বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয় ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতর বা সংশ্লিষ্ট হাসপাতালের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকরা আহত রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এ কারণে তাদের ফি, হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এনবিআর ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারার ৩ নম্বর উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, চিকিৎসকদের ফি আগেও ভ্যাটমুক্ত ছিল, তবে হোটেল ভাড়া ও আপ্যায়ন ব্যয়ে ১৫ শতাংশ ভ্যাট ধার্য করা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব খাতেও ভ্যাট অব্যাহতি দেওয়া হলো।