পবিত্র রমজান শুরুর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ১ মার্চ রমজান শুরু হতে পারে, তবে পাওনা পরিশোধের জন্য টাকার সংস্থান কিভাবে হবে, তা এখনও পরিষ্কার হয়নি।
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ‘বেক্সিমকো শিল্পপার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির’ সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম উপদেষ্টা। তিনি জানান, ২৮ জানুয়ারির পূর্ববর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চলতি ফেব্রুয়ারিতে বেক্সিমকোর লে-অফ কোম্পানিগুলোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে। আজকের বৈঠকের পর সাখাওয়াত হোসেন বলেন, "বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা চলতি মাসের মধ্যেই পরিশোধ করা হবে, এবং ১৮ ফেব্রুয়ারি আমরা আবার বসে বিষয়টি চূড়ান্ত করব।"
শ্রম উপদেষ্টা আরও জানান, কত টাকা প্রয়োজন এবং কতজন শ্রমিক-কর্মচারী পাওনা পাচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, পাওনাগুলি রমজান শুরুর আগে ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।
এছাড়া, বেক্সিমকো গ্রুপের চালু দুটি কোম্পানি (বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস) থেকে পাওনা পরিশোধের জন্য রাষ্ট্রীয় কোষাগার বা শেয়ার বিক্রি থেকে অর্থ সংগ্রহের বিষয়টি ১৮ ফেব্রুয়ারির মধ্যে পরিষ্কার হবে বলে জানান তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, "আমরা কোনোভাবেই এতগুলো শ্রমিক-কর্মচারীকে বেকার থাকতে দিতে পারি না। তাদের জন্য বিকল্প চাকরির ব্যবস্থা হবে।"