বৃষ্টিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ অনিশ্চিত, ওভার কমার শঙ্কা
রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টস হওয়ারও সুযোগ হয়নি।
বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে আগেই আবহাওয়ার পূর্বাভাসে ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, যা পুরোপুরি মিলেও গেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি চলছে, প্রতি ঘণ্টায় কমছে ওভারের সংখ্যা।
গ্রুপ ‘বি’-তে এখনো সেমিফাইনাল নিশ্চিত হয়নি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, ফলে আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টি না থামলে ম্যাচ পরিত্যক্ত হতে পারে, আর সে ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এতে সেমিফাইনালের সমীকরণ কিছুটা জটিল হয়ে যাবে।
মাঠের পরিস্থিতি অনুযায়ী, রাত সাড়ে ৮টার মধ্যে খেলা শুরু হলে ম্যাচটি ২০ ওভারে নেমে আসতে পারে। তবে বৃষ্টি বন্ধ না হলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
যদি আজকের ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হারলে, ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের জয়ী দল তাদের শেষ ম্যাচ জিতলেই সেমিফাইনালে উঠবে। তবে অজিরা ও প্রোটিয়ারা নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে।