বুমরাহ না থাকলেই ভারত বেশি সফল! পরিসংখ্যান বলছে অদ্ভুত সত্য
ব্যতিক্রমী বোলিং অ্যাকশন ও নিয়ন্ত্রিত স্পেলের জন্য জাসপ্রিত বুমরাহ ব্যাটারদের কাছে এক আতঙ্কের নাম। ব্যক্তিগত পরিসংখ্যানে তার আধিপত্য স্পষ্ট হলেও দলীয় সাফল্যে তার উপস্থিতি সব সময় মেলেনি। বরং পরিসংখ্যান বলছে, বুমরাহ অনুপস্থিত থাকলেই যেন বেশি জয়ের মুখ দেখে ভারতীয় টেস্ট দল।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অভিষেকের পর এখন পর্যন্ত বুমরাহ খেলেছেন ৪৬টি টেস্ট, উইকেট নিয়েছেন ২১০টি। ২০-এর নিচে গড় (১৯.৬০) নিয়ে এত উইকেট পাওয়া একমাত্র বোলার তিনি। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, বুমরাহ খেলেননি এমন ২৭ টেস্টে ভারতের জয় ১৯টি (সাফল্যের হার ৭০%), কিন্তু তিনি খেলেছেন এমন ৪৬ টেস্টে জয়ের হার মাত্র ৪৩%।
ভারতের ঘরের মাঠে বুমরাহের অনুপস্থিতিতে জয়ের হার ৭৭.৭৮ শতাংশ, যেখানে তার উপস্থিতিতে জয়ের হার ৬৬.৬৬ শতাংশ। অ্যাওয়ে ম্যাচেও বুমরাহ ছাড়া ভারতের জয় বেশি। যদিও বুমরাহকে সাধারণত খেলানো হয় শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে দীর্ঘ সিরিজে, যেমন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড— এই ‘সেনা দেশগুলো’র বিরুদ্ধে। আর বুমরাহ ইনজুরি প্রবণ হওয়ায় তুলনামূলক সহজ দলের বিপক্ষে তাকে বিশ্রামেই রাখা হয়।
বুমরাহর অভিষেকের পর সেনা দেশে ভারতের জয় ১৭টি, যেখানে ১২ জয়ে তার সরাসরি অবদান রয়েছে। সে তুলনায় অনুপস্থিতিতে টেস্ট জয়ের সংখ্যা বেড়েছে নন-সেনা দেশগুলোর বিপক্ষে খেলা কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে।
পরিসংখ্যান যতই বলুক বুমরাহ না থাকলে ভারত বেশি জেতে, বাস্তবতা হলো— বড় মঞ্চে, কঠিন কন্ডিশনে, ভারতের অন্যতম ভরসা এখনো জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত অর্জনে তিনি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়, আর দলে তার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তা যতই পরিসংখ্যানে ভিন্ন ইঙ্গিত থাকুক না কেন।