বিস্ফোরণে আফগান মন্ত্রী নিহত : আইএসের দায় স্বীকার
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল রহমান হাক্কানি নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে এই হামলা হয়।
২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর এটিই প্রথম কোনো শীর্ষ পর্যায়ের হতাহতের ঘটনা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রী খলিল হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। এতে হাক্কানিসহ ছয়জন নিহত হন।
খলিল হাক্কানি তালেবানের হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ সদস্য ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ‘বিশ্বব্যাপী সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছিল।
আইএসের বার্তাসংস্থা আমাক জানিয়েছে, আইএসের এক সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং তাকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
তালেবানের মুখপাত্র নিশ্চিত করেছেন, মন্ত্রী আইএসের হামলায় নিহত হয়েছেন।
খলিল হাক্কানির ভাই জালালুদ্দিন হাক্কানি ছিলেন সোভিয়েত সৈন্যদের বিরুদ্ধে ১৯৮০-এর দশকের যুদ্ধে নেতৃত্ব দেওয়া একজন বিখ্যাত গেরিলা নেতা এবং হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা। তালেবানের ২০ বছরের বিদ্রোহের সময় অনেক হামলার পেছনে ছিল এই নেটওয়ার্ক।
নিহত মন্ত্রীর ভাতিজা সিরাজুদ্দিন হাক্কানি তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: বিবিসি