বিসিসিআইকে ৫৩৮ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ, হেরে গেল হাইকোর্টে
ক্রিকেট মাঠের দাপট হোক বা কূটনীতির চালে জয়—গত এক দশকে বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবার সেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে হার মানতে হলো নিজ দেশের আদালতে। আইপিএলের সাবেক দল কোচি টাস্কার্স কেরালার সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় বিসিসিআইকে ৫৩৮.৮৪ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট।
আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থের মধ্যে ৩৮৫.৫০ কোটি রুপি পাবে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড (KCPL) এবং ১৫৩.৩৪ কোটি রুপি পাবে রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ড (RSW)। আদালতের এই রায় এসেছে বিসিসিআইয়ের আপত্তি খারিজ করে ২০১৫ সালের এক সালিশি রায়কে বহাল রেখে।
ঘটনার সূত্রপাত ২০১১ সালে, যখন আইপিএলে অংশ নেয় কোচি টাস্কার্স কেরালা। ওই মৌসুমে দলটি ১০ দলের মধ্যে অষ্টম স্থানে শেষ করলেও, একই বছরের সেপ্টেম্বরে বিসিসিআই অভিযোগ তোলে যে তারা সময়মতো ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়েছে, যা চুক্তি লঙ্ঘনের শামিল। এরপরই চুক্তি বাতিল করে বিসিসিআই, এবং দু’পক্ষ আইনি মধ্যস্থতার পথে যায়।
২০১৫ সালে এক স্বতন্ত্র সালিশি আদালত বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ভুল বলে রায় দেয় এবং কোচির মালিকপক্ষের পক্ষে রায় প্রদান করে। কিন্তু বিসিসিআই সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। এবার আদালত সেই আপিল খারিজ করে দিয়েছে।
বিচারপতি রিয়াজ আই. চাগলা বলেন, “বিসিসিআই মামলার মূল প্রশ্নে হস্তক্ষেপ করতে চেয়েছে, অথচ এটি আরবিট্রেশন অ্যাক্টের ৩৪ ধারার আওতায় অনুমোদিত নয়। মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত যে বিসিসিআই বেআইনিভাবে ব্যাংক গ্যারান্টির দাবি তুলেছিল, তা যথার্থ ও প্রমাণভিত্তিক।”
তবে এখনই ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় বিসিসিআই। আদালত তাদের আপিলের জন্য ছয় সপ্তাহ সময় দিয়েছে। এখন দেখার বিষয়, বিসিসিআই সুপ্রিম কোর্টে গিয়ে এ রায়ের বিরুদ্ধে লড়বে কিনা।