বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশের জাতীয় ঐক্যের শক্তি ও আত্মমর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, "ভারতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সাহসী ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই। বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হলে দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "ধর্ম, দলমত নির্বিশেষে দেশের সবাইকে একত্র হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বাংলাদেশ আত্মমর্যাদার সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।"
বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই সংলাপে দেশের চলমান ইস্যুতে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।
জামায়াতের পক্ষ থেকে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। অন্যান্য দলের মধ্যে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও উপস্থিত ছিলেন। তবে কর্নেল অলি আমন্ত্রণ তালিকায় নাম না থাকায় ফেরত যান।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ড. ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বুধবারের সংলাপে বিভিন্ন দলের নেতারা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।