গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ ধর্মীয় সমাবেশের সূচনা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ইজতেমার ময়দানে এখন পর্যন্ত ৭২টি দেশের ২১৫০ জন বিদেশি অতিথি উপস্থিত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, আগত বিদেশি মেহমানরা নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে দেশ-বিদেশের আলেমদের বয়ান শুনছেন।
শুক্রবার বাদ ফজর প্রথম বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনায় অংশ নেন ভারতের মাওলানা জামাল। শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেন মাওলানা ফারাহিম, ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান, আর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।
পবিত্র জুমার নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বয়ান করেন জর্ডানের শেখ উমর খাতিব, আসরের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাট বয়ান করেন।
চলতি বছর বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ শেষ হবে। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে সাদ অনুসারীদের আয়োজনে তৃতীয় ধাপ শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন মাওলানা সাদের অনুসারীরা।