প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে চীনের ইলেকট্রিক গাড়ি
বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে চীনের ইলেকট্রিক গাড়ি
বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ি উৎপাদনে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। দেশটির একাধিক কোম্পানি আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে, যার মধ্যে বি ওয়াই ডি অন্যতম। ভারতসহ বিভিন্ন দেশে এটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে। পাশাপাশি স্মার্টফোন নির্মাতা শাওমি-ও ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে এবং চীনা বাজারে টেসলাকে পেছনে ফেলেছে।
একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যত ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়, তার ৭৬% চীন থেকে আসে। আরএইচও মোশন নামক গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বাজারে চীনের এই আধিপত্য ইঙ্গিত দেয় যে, তারা বৈশ্বিক গাড়ির বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
ইউরোপ ও অন্যান্য অঞ্চলে চীনের বাজার দখল
চীনের ইলেকট্রিক গাড়ি ইউরোপের বিভিন্ন দেশেও ব্যাপক বিক্রি হচ্ছে।
- জার্মানিতে গত বছর বিক্রি হওয়া ৫,৭৮,০০০ ইলেকট্রিক গাড়ির ৪% ছিল চীনা।
- যুক্তরাজ্যে ৭%, ফ্রান্সে ৫%, এবং অন্যান্য ইউরোপীয় দেশে ৩% থেকে ৮% পর্যন্ত চীনের শেয়ার রয়েছে।
এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যেও চীনা ইভি গাড়ির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।
- ব্রাজিল: ৮২%
- থাইল্যান্ড: ৭৭%
- মেক্সিকো: ৭০%
- ইন্দোনেশিয়া: ৭৫%
- মালয়েশিয়া: ৫২%
- নেপাল: ৭৪%
- ইসরায়েল: ৬৪%
চীনের সাফল্যের পেছনের কারণ
চীনের ইলেকট্রিক গাড়ির সফলতার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে—
- অনেক দেশে শক্তিশালী নিজস্ব গাড়ি শিল্প নেই, ফলে চীনা ব্র্যান্ডগুলোর আধিপত্য বিস্তার সহজ হয়েছে।
- সরকারের বিশাল পরিমাণ ভর্তুকি ও সহায়তা। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের সরকার ২৩১ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে, যা উৎপাদন বৃদ্ধি, নতুন কারখানা স্থাপন, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রবেশে সহায়তা করেছে।
চীনের এই সাফল্য ইঙ্গিত দেয় যে, ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ বাজারেও তারা অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে অবস্থান করতে যাচ্ছে।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.