বলিউডের অন্যতম সুখী দম্পতি শাহরুখ খান ও গৌরী খান ভালোবাসার টানে ১৯৯১ সালে হিন্দু রীতি মেনে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ধর্ম কখনো কোনো প্রভাব ফেলেনি। বরং তাদের সম্পর্কের শক্ত ভিত ছিল পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধায়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ, গৌরী ও তাদের বড় ছেলে আরিয়ানের হজযাত্রার কিছু ছবি ভাইরাল হয়েছে, যা থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে—তাহলে কি গৌরী ধর্ম পরিবর্তন করেছেন?
সত্যটা হলো, এই ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গৌরী নিজে কখনোই ধর্মান্তরিত হননি। বিভিন্ন সাক্ষাৎকারে গৌরী ও শাহরুখ উভয়েই জানিয়েছেন, তাদের দাম্পত্য জীবনে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। গৌরী বরাবরই হিন্দু ছিলেন এবং এখনও আছেন।
শাহরুখ খানও বহুবার বলেছেন যে তার সন্তানদের তিনি ধর্ম নিরপেক্ষভাবে মানুষ করেছেন। তাদের বড় ছেলে আরিয়ান নিয়মিত নামাজ পড়েন এবং বাবার ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। তবে শাহরুখের সন্তানদের পরিচয় হিসেবে ধর্ম নয়, বরং "ভারতীয়" পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
গৌরীর ধর্ম পরিবর্তনের গুঞ্জনের পেছনে যে ছবি ভাইরাল হয়েছে, তা মূলত AI টুলের মাধ্যমে তৈরি করা। এই ছবি মক্কায় তোলা বলে দাবি করা হলেও তা সম্পূর্ণ ভুয়া। এমনকি শাহরুখ নিজেও এর সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি।
শাহরুখ ও গৌরীর দাম্পত্য সম্পর্কের ৩৩ বছরের দীর্ঘ যাত্রা প্রমাণ করে, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে ধর্ম কোনো ফ্যাক্টর নয়। তাদের মান্নাত বাড়িতে দিওয়ালি, ঈদসহ বিভিন্ন উৎসব একসঙ্গে উদযাপিত হয়। এটাই তাদের সম্পর্কের প্রকৃত সৌন্দর্য।
এমন গুজব ছড়ানোর পর শাহরুখ বা গৌরীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও, তাদের ভক্তরা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ফেক নিউজ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।