বাংলাদেশ বিমান বাহিনীর র্যাডার ইউনিট বগুড়ায় বুধবার নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা র্যাডারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক আকাশ প্রতিরক্ষা র্যাডারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, নতুন এই র্যাডার বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি, এটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে উন্নীত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।