ভারতে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ৩ লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার (৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড) জরিমানা করেছে দেশটির আর্থিক অপরাধ দমন সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। রয়টার্স তিনটি সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। এর আগের ফেব্রুয়ারিতে সংস্থাটির দিল্লি ও মুম্বাই অফিসে কর কর্মকর্তারা তল্লাশি চালিয়েছিলেন। ভারতের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের (ফেমা) আওতায় এ তদন্ত হয় এবং পরবর্তীতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিবিসিকে বিদেশি মালিকানার সীমা লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। দেশটিতে কোনো গণমাধ্যমের সর্বোচ্চ ২৬ শতাংশ বৈদেশিক মালিকানা অনুমোদিত হলেও বিবিসি তা অতিক্রম করেছিল বলে দাবি করেছে সরকার।
এছাড়া, পরিচালনাগত ব্যর্থতার অভিযোগে বিবিসির তিনজন পরিচালকের প্রত্যেককে প্রায় ১ লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, তারা এখনো চূড়ান্ত আদেশনামা হাতে পায়নি এবং প্রাপ্ত আদেশের কপি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বিশ্লেষকদের মতে, বিবিসির বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। ২০২৩ সালে বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল, যেখানে ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই দাঙ্গায় সহস্রাধিক মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই মুসলিম। ভারত সরকার তখন এই ডকুমেন্টারিকে ‘প্রোপাগান্ডা’ আখ্যা দিয়ে এর সম্প্রচার এবং সামাজিক মাধ্যমে এর ক্লিপ শেয়ার নিষিদ্ধ করেছিল।
এই ঘটনার পরপরই বিবিসির বিরুদ্ধে কর ও আর্থিক তদন্তের মাত্রা বাড়তে থাকে, যা নিয়ে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ভারত সরকার বলছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।