সিরিয়ার আলেপ্পো শহরের অধিকাংশ বিদ্রোহীদের দখলে যাওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ২০১৬ সালের পর এবারই প্রথম শহরটিতে হামলা চালালো রুশ বিমান। ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী হায়াত তারির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পোর ভেতরে ঢুকে পড়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে আলেপ্পো এবং ইডলিব এলাকায় দেশটির বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। পাল্টা আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার যৌথ বিমান হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, বিদ্রোহীদের হামলার পর ওই অঞ্চলের প্রায় ১৪ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
২০১৫ সাল থেকে রাশিয়া এবং ইরানের সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে সিরিয়ার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা পুনর্দখল করতে সক্ষম হন। তবে বিদ্রোহীদের শেষ শক্ত অবস্থান ইডলিব এবং আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলে লড়াই এখনো অব্যাহত।
সিরিয়ান অবজারভেটরির তথ্যমতে, আলেপ্পোর সর্বশেষ সংঘাতে ৩০১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক। উল্লেখ্য, ২০১১ সালে গণতন্ত্রপন্থি আন্দোলনে বাশার আল আসাদের দমনপীড়নের পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘাত গত এক দশকে সিরিয়াকে চরম মানবিক সংকটে ফেলে দিয়েছে।