রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৩৯

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনঃ বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৯, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন - বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনঃ বঞ্চিত বিষয়গুলোতে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

মেজর জেনারেল সিদ্দিকী বলেন, “ভারতের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না।”

তিনি আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে এবং এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে সমাধান করা হবে। তবে, আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না।”

বিজিবি ডিজি আরও জানান, আগামী সীমান্ত সম্মেলনে তিনি সাংবাদিকদের সাথে বসে সুনির্দিষ্ট তথ্য দেবেন এবং বর্ডার কিলিং এর বিষয়টিও আলোচনা হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, “কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে।

আগামী মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত