বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত সাড়ে ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে সাজাতে না পেরে নিজেদের উন্নতিতে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়ার আঠারোমাইল মোড়ে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের এক পথসভায় তিনি এই বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করে। কিন্তু বিগত সরকার এ দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। তারা দেশের মানুষের জন্য কাজের সুযোগ তৈরি না করে তাদের অর্থ-সম্পদ লুটপাট করেছে। দেশে লাখো বেকার মানুষের সংখ্যা বাড়ছে, অথচ সরকার নির্বিকার।"
তিনি অভিযোগ করে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। দেশের মানুষের ঘাম ঝরানো অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এই লুটপাট আর দুর্নীতির জন্য বর্তমান সরকার সরাসরি দায়ী।”
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “যারা গদিতে থাকার জন্য দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কি রাজনীতি করার অধিকার আছে? তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের জায়গা থাকবে না।"
জামায়াত আমির ন্যায়বিচার এবং সমতার সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, "আমাদের সমাজে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মা-বোনেরা সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন। যুবকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন। আমরা ইনশাআল্লাহ হাত মিলিয়ে একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলব।"
তিনি আরও বলেন, "মানুষকে ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে কাঁদতে হবে না। বরং আদালত নিজ দায়িত্বে ন্যায়বিচার নিশ্চিত করবে। এর জন্য সবাইকে বৃহত্তর কোরবানি এবং জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের মানুষের মুক্তি না পাওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।"
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ অন্যান্য নেতারা।
সভায় বক্তারা দেশ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে ন্যায়সঙ্গত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
দেশ জগত, ডেস্ক নিউজ