সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:৩৪

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর থানার এএসআই বরখাস্ত

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁকে বরখাস্ত করেন। এর আগে গতকাল শুক্রবার তাঁকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এএসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।

থানা-পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ভোরে বাসের যাত্রীরা মির্জাপুর থানায় অভিযোগ জানালে সে সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে থাকা এএসআই আতিকুজ্জামান তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেননি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পরে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে তিনজনকে গ্রেপ্তারের কথা জানান।

এর আগে, গতকাল নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ