সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০০

বাজারে মাছের দাম স্থির, ক্রেতাদের অসন্তোষ

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
বাজারে মাছের দাম স্থির, ক্রেতাদের অসন্তোষ

বাজারে মাছের দাম স্থির, ক্রেতাদের অসন্তোষ

বিভিন্ন সময় সবজি, মুরগি, মাংস ও ডিমের দাম ওঠানামা করলেও মাছের দাম দীর্ঘদিন ধরেই বাড়তির দিকে রয়েছে। বাজারে সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণত সস্তা বলে পরিচিত পাঙাস, চাষের কই ও তেলাপিয়া মাছের দামও বেড়ে গেছে। বর্তমানে চিংড়ি ৮০০ টাকা, শোইল ৬৫০, রুই ৩৫০, কাতল ৩২০-৩৫০, পাবদা ৪০০, শিং ৫০০, টেংড়া ৪০০-৫০০, বোয়াল ৫০০-৬০০, মলা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাস ২০০-২২০, চাষের কই ৩০০, বড় পুঁটি ২৫০, টাকি ৩৫০ এবং তেলাপিয়া ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা এক ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, সবজির দাম কম থাকলেও মাছের দাম কখনো কমতে দেখা যায় না। সাধারণ মানুষ ভালো মাছ কেনার সামর্থ্য হারাচ্ছে, অথচ বাজার মনিটরিং নেই। সিদ্দিকুর রহমান নামে আরেক ক্রেতা জানান, আগে চাষের কই ২৫০ টাকা কেজি কিনলেও এখন সেটি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজার যেন একদম স্থির হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় না।

এদিকে, মাছ বিক্রেতারা বলছেন, তারা বেশি দামে মাছ কিনতে বাধ্য হচ্ছেন, তাই কম দামে বিক্রি সম্ভব হচ্ছে না। রামপুরার মাছ বিক্রেতা আব্দুস সোবহান বলেন, পাইকারি বাজারেই মাছের দাম বেশি, তার সঙ্গে পরিবহন খরচ ও দোকান ভাড়ার কারণে দাম কমানো যাচ্ছে না। আরেক বিক্রেতা আইয়ুব আলী জানান, মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার পর থেকেই বাজারে স্থায়ীভাবে দাম বাড়তি রয়েছে। উৎপাদন খরচ বাড়ায় চাষিরাও কম দামে মাছ সরবরাহ করতে পারছে না।

সাধারণ ক্রেতারা আশা করছেন, বাজারে যথাযথ নজরদারি থাকলে মাছের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ