বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্তের আদেশ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে ব্যাপক পরিবর্তন আনার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব ইউএস অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ আদেশ জারি করেন।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘গত চার বছরে মার্কিন বিচার বিভাগে এতটাই রাজনৈতিক প্রভাব পড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। এ জন্য আমি বাইডেন আমলে নিয়োগ পাওয়া সব বাকি অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ স্বর্ণযুগে আমাদের অবশ্যই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রয়োজন, যা আজ থেকেই শুরু হলো।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিরা ‘ইউএস অ্যাটর্নি’ নামে পরিচিত। নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর সাধারণত আগের প্রেসিডেন্টের নিয়োগ করা অ্যাটর্নিদের সরিয়ে দিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। দেশটির ৯৪টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে ৯৩ জন ইউএস অ্যাটর্নি রয়েছেন, যারা নির্দিষ্ট বিচারিক এলাকার আইন প্রয়োগের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাম্পের নির্দেশের পর বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, তার বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন মামলার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্তের বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনা করা সাবেক বিশেষ পরামর্শক জ্যাক স্মিথের কার্যালয়ের সদস্যদেরও বরখাস্ত করা হয়েছে। যদিও বর্তমানে মামলাগুলো বাতিল হয়ে গেছে।
এদিকে, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি গত সপ্তাহে পদত্যাগ করেছেন। তিনি ট্রাম্প প্রশাসনের আমলে নিয়োগ পেয়েছিলেন। সূত্র জানায়, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের অনুরোধ পাওয়ার পর তিনি পদত্যাগ করেন।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিচার বিভাগের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।