চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সর্বশেষ বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালে বেটিং করার সময় গোয়া পুলিশ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই হাতেনাতে ধরা পড়ে তিন জুয়াড়ি—মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা কেউই গোয়ার স্থানীয় বাসিন্দা নন, কাজের সূত্রে পানাজিতে থাকছিলেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশের মতে, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে, তাই তদন্ত অব্যাহত রয়েছে।
অপরদিকে, বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৮ রানে অলআউট হয়। হৃদয় সর্বোচ্চ ১০০ রান করেন, জাকের করেন ফিফটি। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নেন। জবাবে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ভারত।