প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: সিনিয়র অফিসারদের পদোন্নতির জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: সিনিয়র অফিসারদের পদোন্নতির জন্য ডিপ্লোমা বাধ্যতামূলক
আগামী ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সিনিয়র অফিসার বা সমমানের পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জন্য পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা উত্তীর্ণ হওয়া আবশ্যক করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের মূল নির্দেশনা:
১. প্রথম পদোন্নতি:
- ডিপ্লোমা: ‘জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি)’ ডিপ্লোমা বাধ্যতামূলক।
- বিষয়: ব্যাংকিং সম্পর্কিত মৌলিক জ্ঞান।
২. দ্বিতীয় পদোন্নতি:
- ডিপ্লোমা: ‘অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)’ ডিপ্লোমা।
- বিষয়: উচ্চতর ব্যাংকিং দক্ষতা।
৩. পদোন্নতির নম্বর বণ্টন:
- ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পদোন্নতিতে জেএআইবিবি এবং এআইবিবি ডিপ্লোমার জন্য বরাদ্দকৃত নম্বরের মধ্যে ১০ নম্বর যোগ হবে।
- উচ্চতর পদে নিয়োগের শর্ত:
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে অন্য কোনও ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
বিশেষ সুবিধা:
- যারা সিনিয়র অফিসার পদে ১৫ বছর অতিক্রান্ত করেছেন, তাদের ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। তবে তারা পূর্ণ নম্বর পাবেন।
- আর্থিক প্রণোদনা:
- জেএআইবিবি উত্তীর্ণের জন্য: ন্যূনতম ৩৫,০০০ টাকা।
- এআইবিবি উত্তীর্ণের জন্য: ন্যূনতম ৫০,০০০ টাকা।
এই নতুন নির্দেশনা ব্যাংকিং পেশায় গুণগত মান বৃদ্ধি এবং পেশাদার দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.