সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১২:০২

বাংলাদেশ প্রসঙ্গে মমতা: আমরা বসে ললিপপ খাবো না

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১০, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

বাংলাদেশ প্রসঙ্গে মমতা: আমরা বসে ললিপপ খাবো না

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রাজনীতি ও সীমান্ত সম্পর্কিত কিছু বিতর্কিত মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আপনারা বলছেন যে আপনারা (বাংলা, বিহার, ওড়িশা) দখল করে নেবেন। সেই ক্ষমতা নেই আপনাদের। আর আমরা বসে-বসে ললিপপ খাব নাকি? সেটা মোটেও ভাববেন না। ভারতবর্ষ অখণ্ড। সকলের সঙ্গে অখণ্ড আমরা। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই।”

এ বক্তব্যের সূত্রপাত হয়, যখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন এক সদস্য মন্তব্য করেন যে, চার দিনের মধ্যে কলকাতা দখল করা সম্ভব। এছাড়া বিএনপি নেতা রুহুল কবীর রিজভী সম্প্রতি বাংলাদেশে এক বক্তব্যে দাবি করেন, বাংলা, বিহার ও উড়িষ্যা ফেরত দেওয়ার বিষয়টি আলোচনা করতে হবে। তার এ মন্তব্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে বলেন, “আমরা ভারতের একতা ও অখণ্ডতা রক্ষা করব এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে আছি।”

সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “বাংলাদেশের ব্যাপারটা কেন্দ্রীয় সরকার দেখবে। আমরা কোনো পক্ষে নেই। আমরা সব পক্ষে। আজ (৯ ডিসেম্বর) বিদেশসচিব বাংলাদেশে যাচ্ছেন। দেখা যাক কী হয়। আমাদের নীতি হল আমরা বিদেশনীতি মেনে চলব, আর কোনো বিতর্কে আমাদের নাম জড়ানো উচিত নয়।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা ভারতের রাজনীতিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করি, তবে আমাদের লক্ষ্য শুধুমাত্র রাজ্য সরকারের উন্নয়ন ও জনগণের কল্যাণ।”

এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে কোনো ধরণের অস্থিরতা বা বিতর্কের প্রেক্ষিতে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার গুরুত্বে জোর দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ