বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করছে ২৫ হাজার টন চিনি
বাংলাদেশ পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আমদানি করছে, যা আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এই উচ্চ মানসম্পন্ন চিনির চালান দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান থেকে এত বড় পরিসরে বাংলাদেশের বাজারে আসছে। এর আগে বাংলাদেশ সাধারণত ভারত থেকে চিনি আমদানি করত।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল মঙ্গলবার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে চিনির দাম সম্প্রতি প্রতি টনে ৫৩০ মার্কিন ডলার স্পর্শ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনে এ বছর দেশটি প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে। এর মধ্যে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছে ২৫ হাজার টন।
পাকিস্তান থেকে চিনি রপ্তানির বড় অংশ মধ্য এশীয় দেশগুলোতে যাচ্ছে। এর পাশাপাশি থাইল্যান্ডও পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। দেশটির চিনি রপ্তানি থেকে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় হওয়ার আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চিনি শিল্প পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এছাড়া পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় চিনি রপ্তানির এই সাফল্য এসেছে। অতীতে আফগানিস্তানের মধ্য দিয়ে চিনি পাচার হয়ে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান এবং আজারবাইজানে পৌঁছাত। এখন এই পণ্য বৈধভাবে রপ্তানি হচ্ছে। চলতি বছর পাকিস্তানের ৮০টিরও বেশি চিনিকল উৎপাদনে সক্রিয় রয়েছে, যা দেশটির রপ্তানি কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।