বাংলাদেশ নয়, ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে: রিজভী
বাংলাদেশের নয়, ভারতের বন্ধুত্ব শেখ হাসিনার সঙ্গে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজশাহীর ভুবন মোহন পার্কে অনুষ্ঠিত ‘দেশীয় পণ্য কিনে হন ধন্য’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা নিজের পায়ে দাঁড়াব। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। এই দেখুন, বাংলাদেশের খদ্দর শাল পরে আছি। রাজশাহীতে শীত বেশি হলেও আমাদের নিজেদের পণ্য দিয়েই জীবনযাপন করছি। আমাদের রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, কুমারখালীর লুঙ্গি-গামছা, পাবনা-সিরাজগঞ্জের তাঁতের শাড়ি আছে। আমাদের এসব গর্বের পণ্য থাকতে ভারতীয় পণ্য কেন নিব? কারণ, ভারত কখনো বাংলাদেশের মানুষের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব করেনি। তাদের বন্ধুত্ব শুধুই শেখ হাসিনার সঙ্গে।”
তিনি আরও বলেন, “ভারত মনে করে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকবে। শেখ হাসিনাকে তারা সেই কারণেই প্রিয়পাত্র মনে করে। কিন্তু এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসকগোষ্ঠীর মন খারাপ। তাই তারা অপতথ্য-অপপ্রচার চালাচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহ খালিদ হাসান চৌধুরী পাইন, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।