মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ১০:২৫

বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন

বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন

বাংলাদেশের জাতীয় মাছ ‘রুপালি ইলিশ’ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং দুই দেশের মধ্যে অধিক বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশে কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ইয়াও ওয়েন জানান, ৩০টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে চায়। এছাড়া চীনে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদা থাকায় প্রাথমিকভাবে ১,০০০ মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এছাড়া চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় এবং এসব খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

ছয় দিনব্যাপী পাটপণ্য মেলা উদ্বোধন

প্রথমবার বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান

আড়ংয়ে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ জুন

আড়ংয়ে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ জুন

ফিশিং লিঙ্ক থেকে নিজেকে রক্ষা করার উপায়

ফিশিং লিঙ্ক থেকে নিজেকে রক্ষা করার উপায়

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

বাংলাদেশের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, করণীয় ঠিক করতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি সভা

বাংলাদেশের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, করণীয় ঠিক করতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি সভা

রাজেশ খট্টরের চোখে শাহরুখ খান: বদলায়নি বিনয় আর আন্তরিকতা

রাজেশ খট্টরের চোখে শাহরুখ খান: বদলায়নি বিনয় আর আন্তরিকতা

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড ওয়ানডে ক্রিকেটে ৪০০ রান এখন আর তেমন চমক নয়। ইংল্যান্ড, ইতিমধ্যেই একাধিকবার ৪০০ ছাড়ানো ইনিংস খেলেছে, এমনকি ৪৮১ রানও তুলেছে। কিন্তু বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪০০ রানের ইনিংসটি ছিল বিশেষ কিছু—এই ম্যাচে কোনো ব্যাটারই সেঞ্চুরি পাননি। দলীয় চেষ্টায় গড়া এমন ইনিংসে তারা ক্রিকেট ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে। বার্বাডোজে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ঠিক ৪০০ রান তোলে। ইনিংসের সেরা পারফরমার ছিলেন ২১ বছর বয়সী জ্যাক বেথেল, যিনি মাত্র ৫৩ বলে ৮২ রান করেন। তার সঙ্গে বেন ডাকেট ৬০, হ্যারি ব্রুক ৫৮ এবং জো রুট ৫৭ রান করেন। এছাড়া জস বাটলার (৩৭), উইল জ্যাকস (৩৯) ও জেমি স্মিথ (৩৭) সবাই ব্যাট হাতে অবদান রাখেন। পুরো ইনিংসে একাধিক পঞ্চাশোর্ধ জুটি আসে, যেখানে শেষ দিকে বেথেল ও জ্যাকস ৪৪ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জেইডেন সিলস, তবে তার খরচাও ছিল অনেক। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক এই ম্যাচে সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে অভিষেক ঘটান। ব্যাট হাতে তিনি যেমন আলো ছড়িয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি রেকর্ড গড়েছেন। আউটফিল্ড ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ৫টি ক্যাচ নেন তিনি। ১৯৯৩ সালে জন্টি রোডসের পর তিনিই এই কীর্তি গড়লেন। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নড়বড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৬২ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের স্কোর দেড়শ ছাড়ায় শেষ উইকেট জুটিতে আলজারি জোসেফ ও জেইডেন সিলসের ৩৮ রানের জুটিতে। সিলসই দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সাকিব মাহমুদ ও জেমি ওভারটন ৩টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচে ইংল্যান্ড ২৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়, যা ওয়ানডে ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। সর্বোচ্চ জয়টি ছিল ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে তারা ২৪২ রানে জিতেছিল ৪৮১ রান তুলে। ইংল্যান্ডের এই অনন্য দলীয় পারফরম্যান্স কেবল একটি জয়ের চেয়ে বেশি কিছু—এটি দেখিয়ে দিল, আধুনিক ওয়ানডেতে ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াও দল বড় সংগ্রহ গড়তে পারে, যদি সবাই একসঙ্গে অবদান রাখে।

ব্যাটারদের সেঞ্চুরি ছাড়াই ৪০০ রানের ইতিহাস গড়ল ইংল্যান্ড

হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় স্বীকার

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে দাপট দেখাল পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে দাপট দেখাল পিএসজি, ডর্টমুন্ড ও জুভেন্টাস