বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এর সঙ্গে অংশীদার হয়ে এ সেবা চালু করেছে সিটি ব্যাংক। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। গুগল পের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া সিটি ব্যাংকই দেশের প্রথম ব্যাংক, যা গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ডিজিটাল লেনদেনের নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে।
গুগল পে চালুর ফলে এখন থেকে স্মার্টফোনে থাকা গুগল পে অ্যাপ ব্যবহার করে দেশি-বিদেশি যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে সহজেই ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে। এর জন্য আলাদা প্লাস্টিক কার্ড বহন করার প্রয়োজন নেই। বিশেষ করে যারা ঘন ঘন আন্তর্জাতিক সফরে যান বা আধুনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।
গুগল পে থেকে লেনদেনে গুগল কোনো ফি নিচ্ছে না, যা একে আরও আকর্ষণীয় করে তুলছে।
প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনো দোকান, শপিং মল কিংবা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই সরাসরি পেমেন্ট করতে পারবেন।
এই উদ্যোগকে দেশের ডিজিটাল অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক ও ই-ওয়ালেটও গুগল পেতে যুক্ত হওয়ার সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে।