শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫| রাত ১:০৩

বাংলাদেশের ‘বিশ্বাসযোগ্য বন্ধু’ হতে চায় চীন: ওয়াং ই

প্রতিবেদক
staffreporter
জুলাই ১০, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
বাংলাদেশের ‘বিশ্বাসযোগ্য বন্ধু’ হতে চায় চীন: ওয়াং ই

বাংলাদেশের ‘বিশ্বাসযোগ্য বন্ধু’ হতে চায় চীন: ওয়াং ই

চীন সবসময় বাংলাদেশের একজন “বিশ্বাসযোগ্য বন্ধু” হতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

বৈঠকে ওয়াং ই বলেন, “আমরা শুধু বাংলাদেশের বন্ধু নই, বরং একজন বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং উন্নয়নের সহযোগী হিসেবেও পাশে থাকতে চাই।” তিনি জানান, চীন বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ অন্বেষণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকার আগ্রহও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন ওয়াং ই। তিনি বলেন, “এই সম্পর্ক দুই দেশের পুরোনো বন্ধুত্বের সাক্ষ্য বহন করে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করে।” তিনি আরও বলেন, “বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশকে আধুনিকায়ন ও উন্নতির পথে এগিয়ে নিতে চীন আন্তরিকভাবে কাজ করতে চায়।”

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দেশের মধ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, বিনিয়োগ সহযোগিতা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে।

সূত্র: সিজিটিএন

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি