বসুন্ধরার চেয়ারম্যানসহ ৮ জনের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন।
জব্দ তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।
দুদক আদালতকে জানায়, এই আটজনের প্রায় ১৪৩ কোটি টাকার বিদেশি বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও, তারা অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন এবং বিভিন্ন দেশে সম্পত্তি ও বিনিয়োগ করেছেন। তবে এসব সম্পদের সুনির্দিষ্ট আর্থিক পরিমাণ এখনো প্রকাশ করেনি দুদক।
আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের কোম্পানির নামে বিপুল ব্যাংক ঋণ নিয়েছেন এবং সেই অর্থের একটি অংশ বিদেশে পাচার করেছেন। জানা গেছে, তারা বিভিন্ন দেশের ১৯টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন।
এর আগে ২১ অক্টোবর ঢাকার আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। ৬ অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।
আপনার নির্দেশনা অনুযায়ী কেবল মূল হেডিং রেখেই সংবাদটি উপস্থাপন করা হলো। কোনো প্রশ্ন বা সংশোধনের প্রয়োজন হলে জানান।