আসন্ন কন্নড় সিনেমা ‘কেডি – দ্য ডেভিল’-এর টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা। তিনি বলেন, এখনকার বলিউডে ‘প্যাশন’ বা আবেগের ঘাটতি রয়েছে, যা দক্ষিণ ভারতের চলচ্চিত্র বা টালিউডে এখনও পরিপূর্ণভাবে দেখা যায়।
সঞ্জয়ের ভাষায়, “বলিউডে এখন আর সেই আবেগটা নেই, যেটা আগে ছিল। আমি সেটা পাচ্ছি দক্ষিণের ছবিতে, এমনকি টালিউডের বাংলা সিনেমাতেও। আমি চাই এই আবেগটা আবার বলিউডে ফিরে আসুক। কারণ সিনেমা একান্তই আবেগের বিষয়।”
অনুষ্ঠানে নিজের তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’ নিয়ে কথা বলতে গিয়েও সঞ্জয় তুলে ধরেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রতি তার অনুরাগ। জানান, প্রভাসের সঙ্গে কাজ করতে তিনি এখন তেলুগু ভাষা শেখার চেষ্টা করছেন। সঞ্জয় বলেন, “প্রভাস আমাকে শেখায়, মাঝে মাঝে আমাকে গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে! ও একজন দারুণ মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।”
এছাড়াও সঞ্জয় দত্ত জানান, তিনি চিরঞ্জীবীর বড় ভক্ত। অভিনেতা বলেন, “চিরঞ্জীবী স্যারকে আমি খুব ভালোবাসি। উনি এখানে মুন্না ভাই হয়েছেন। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। ঈশ্বর তার মঙ্গল করুন।”
প্রসঙ্গত, ‘কেডি – দ্য ডেভিল’ ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। এর আগে সঞ্জয় দত্তকে দেখা যাবে তেলুগু সিনেমা ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দি সিনেমা ‘ধুরন্ধর’ ও ‘বাপ’, এবং পাঞ্জাবি সিনেমা ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।