রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫৪

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৮, ২০২৪ ৮:০৪ পূর্বাহ্ণ

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী আদালত থেকে অব্যাহতি পেয়েছেন।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এই আদেশ দেন। তবে মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এরা হলেন জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম। এর মধ্যে সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মারা যাওয়ায় আরও কয়েকজন আসামির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে।

২০০৮ সালে শাহবাগ থানায় করা মামলায় অভিযোগ ছিল, বড়পুকুরিয়া কয়লাখনির কাজ পরিচালনায় অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের ঘটনা ঘটেছে। একই বছরের ৫ অক্টোবর এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ