এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। গত ২৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নোটিশে প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির কথা জানানো হয়।
নোটিশ অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে ইসলামী ব্যাংকের কাছে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের মোট বকেয়া ঋণের পরিমাণ ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির ২০১.৭৫ শতক জমি ও স্থাপনাসহ সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। সম্পত্তিগুলো চট্টগ্রামে অবস্থিত। আগ্রহী ক্রেতাদের ২৭ এপ্রিলের মধ্যে বিডিং (দামের প্রস্তাব) জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এলসি (ঋণপত্র) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামাল সংকটে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রয়েছে।
ব্যাংক থেকে ব্যাপক ঋণ নেওয়া ও কর্তৃত্বের অবসান
২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে বোর্ডের নিয়ন্ত্রণ নেয়। এরপর প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়, যার ফলে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান ঘটে।
এর আগেও এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছিল জনতা ব্যাংক।