মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:৪৭

বইমেলায় শেখ হাসিনার ছবি ডাস্টবিনে, ফারুকীর বিস্ফোরক মন্তব্য

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
বইমেলায় শেখ হাসিনার ছবি ডাস্টবিনে, ফারুকীর বিস্ফোরক মন্তব্য

বইমেলায় শেখ হাসিনার ছবি ডাস্টবিনে, ফারুকীর বিস্ফোরক মন্তব্য

‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’—এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অমর একুশে বইমেলার প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থাপন করা হয় শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন। এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কেউ এটিকে প্রতিবাদের ভাষা বলে দেখছেন, আবার কেউ নিন্দা জানাচ্ছেন অশালীন ও অনৈতিক আচরণ হিসেবে।

এবার বিষয়টি নিয়ে সরব হলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে রোববার রাতে এক পোস্টে লেখেন, “ছয় মাস হলো, আমরা একটা খুনি-সাইকোপ্যাথের হাত থেকে মুক্তি পেয়েছি। জাস্ট ছয় মাস!”

তিনি আরও বলেন, “যে খুনি শত শত মানুষকে গুম করিয়েছে, হাজার হাজার বিরোধী মতের মানুষকে খুন করিয়েছে, জুলাইয়ে নারকীয় গণহত্যা চালিয়েছে, ইলিয়াস আলিকে গুমের পর হত্যা করে তার মেয়েকে জড়িয়ে ধরে নাটক করেছে, হেলিকপ্টার থেকে গুলি করিয়ে মানুষ মেরেছে, তার সাথে শিষ্টাচার?”

প্রশ্ন রেখে তিনি বলেন, “হিটলারের সাথে শিষ্টাচার? আর ইউ সিরিয়াস? সালাম দিয়ে বলতে হবে, ‘প্রিয় খুনি, আপনি আমার প্রণাম গ্রহণ করুন?’”

এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেউ ফারুকীর বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন তার ভাষার শালীনতা নিয়ে। অন্যদিকে, বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন করা নিয়ে মতভেদও ক্রমেই তীব্র হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর এ ধরনের ঘটনা ও মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি